বঙ্গনিউজবিডি রিপোর্ট : “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে দাউদকান্দিতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। আলোচনা সভায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রধানে সভাপত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।এ সময় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।