ইনিংসের তৃতীয় ওভারে উইকেট নিয়ে সুরটা বেঁধে দেন শাহিন শাহ আফ্রিদি। পরে তা সঙ্গত করেন তার সতীর্থরা। চমৎকার বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডকে একশর আগেই থামিয়ে দেয় পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়ায় প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
পার্থে রোববার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পায় পাকিস্তান। সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় হারের পর এবার ডাচদের তারা হারায় ৬ উইকেটে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৯১ রান। পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায় ৩৭ বল বাকি থাকতেই।