বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দীর্ঘ আটমাস পেরিয়ে গেছে এই যুদ্ধের। যুদ্ধ এখনও চলছে। এই পরিস্থিতিতে আমেরিকা ক্রমাগত সাহায্য করে চলেছে ইউক্রেনকে। সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন করে ২৭৫ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে আমেরিকা। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ইউক্রেনকে ১৮.২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আমেরিকা সরাসরি যুদ্ধে না নামলেও প্রকৃতপক্ষে মার্কিন অস্ত্রই ঠেকিয়ে রেখেছে পুতিন বাহিনীকে। এরই মাঝে নিয়মিত নিজেদের মধ্যে ফোনে কথাও বলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে এমনই এক ফোনালাপের সময় জেলেনস্কির প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন জো বাইডেন। সে সময় নাকি মেজাজও হারিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনই দাবি করা হয়েছে এক মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের রিপোর্টে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, বিজনেস ইনসাইডারও এনবিসির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের কাছে আরও বেশি সাহায্য চান। তখনই মেজাজ হারিয়ে বসেন বাইডেন। নিজের বিরক্তি প্রকাশ করে বাইডেন নাকি গলা চড়িয়ে জেলেনস্কিকে বলেন, “আরও একটু কৃতজ্ঞতা দেখান।”
এদিকে সূত্রের বরাত দিয়ে এনবিসির রিপোর্টে দাবি করা হয়েছে, “ফোনে জেলেনস্কিকে উপযুক্ত সামরিক চ্যানেলের মাধ্যমে সমস্যাগুলো পরিচালনা করার কথা বলেছিলেন বাইডেন।”
এই ফোনালাপের পর নাকি বাইডেনের সঙ্গে মনোমালিন্য মেটাতে ময়দানে নামেন জেলেনস্কি। ফোনালাপের পরই জেলেনস্কি বাইডেনকে ধন্যবাদ জানান। বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডো বাইডেনের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। আমি তার সমর্থনের জন্য কৃতজ্ঞ। ডোনবাসের প্রতিরক্ষার জন্য এই সাহায্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”
তবে সত্যিই জেলেনস্কির সঙ্গে কথা বলার সময় বাইডেন মেজাজ হারিয়েছেন কি না, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনও বরাত দিয়ে কোনও বক্তব্য তুলে ধরা হয়নি এ সংক্রান্ত প্রতিবেদনে। শুধু বলা হয়েছে, ওই ফোন কলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে এ কথা জানা গেছে।
সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন করে ২৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণা করে আমেরিকা। সেই প্যাকেজ ঘোষণার দুই দিন পরই এই রিপোর্ট প্রকাশ্যে এল। এখনও পর্যন্ত ইউক্রেনকে ১৮.২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য করেছে আমেরিকা। আরও এক দফা প্যাকেজের জন্য কংগ্রেসের শরণাপন্ন প্রেসিডেন্ট বাইডেন। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে, কংগ্রেস এবং সেনেটের কিছু রিবাপলিকান এবং ডেমোক্র্যাটরাই এর বিরোধিতা করছেন। সূত্র: এনবিসি নিউজ, ডেইলি মেইল, বিজনেস ইনসাইডার