বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করেছে।
ব্রিসবেন ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। সম্মুখ থেকে নেতৃত্ব দেন স্বয়ং জশ বাটলার। করেন ৪৭ বলে ৭৩ রান।
জশ বাটলার ও এলেক্স হেলসের উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান। ১০.২ ওভারে ৪০ বলে ব্যক্তিগত ৫২ রানে ফিরেন এলেক্স হেলস। হঠাৎ ওয়ান ডাউনে সুযোগ পাওয়া মঈন আলিও এদিন বিধ্বংসী হয়ে উঠার সুযোগ পাননি, ৬ বলে ৫ রান করে ফিরেন তিনি। ততক্ষণে দলের রান তিন অংক ছুঁয়েছে।
লিয়াম লিভিংস্টোন ১৬ বলে ২০ করে ফিরে গেলে দ্রুত হ্যারি ব্রককেও হারায় ইংল্যান্ড। ১৯তম ওভারে জশ বাটলার রান আউটের ফাঁদে পড়লে নির্ধারিত ওভার শেষে ১৭৯ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। মাঝে বেন স্টোকস ফিরেন ৮ রানে।
নিউজিল্যান্ডের হয়ে লোকি ফার্গুসন ২টি এবং টিম সাউদি, মিচেল সেন্টনার ও ইশ সোধি পান একটি করে উইকেট।