বঙ্গনিউজবিডি ডেস্ক: গণতন্ত্র ঝুঁকিতে বা বিপদে আছে এমন সতর্কতা দিয়েই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটারদের মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নীরব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখন সময় বলেও জানিয়েছেন বাইডেন।
এই সময় ট্রাম্পের সূত্র টেনে রিপাবলিকানদের সমালোচনা করেন বাইডেন। তার দাবি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান দিয়ে নিজেদেরকে তারা সংখ্যলঘুর পর্যায় নিয়ে গেছে। তবে এটাই তাদের চালিকাশক্তি।
এসময় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসির স্বামীর ওপর হামলা বিষয়টি উল্লেখ করে বাইডেন বলেন, ট্রাম্পের মিথ্যাচারই এমন রাজনৈতিক সহিংসতার জন্ম দিয়েছে।সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর