রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন-রিপন দাস (৩০) ও শিপা তালুকদার (২৭)। তারা সুনামগঞ্জের বাসিন্দা হলেও সিলেটের পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিলেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতর থেকে তাদের মেয়ের কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন বাসার অন্যরা। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। বেলা ১১টায় পুলিশ এসে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ঘরে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানের খেয়াল রেখো।’ তবে চিরকুটটি কে লিখেছেন তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “বেলা ১১টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”