বঙ্গনিউজবিডি ডেস্ক : এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত কোয়াটার ফাইনালে ৫ উইকেটের হারে সেমিফাইনালের স্বপ্ন ভেঙ্গেছে বাংলাদেশের। আর এই হারের কারণে গ্রুপ-২ তে পাঁচ নম্বরে অবস্থান এখন টিম টাইগার। আর তাই আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে সাকিবদের।
রবিবার (৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় নেদারল্যান্ড। ডাচদের এই জয়ে সেমিফাইনালের দরজা খুলে বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারে নেদারল্যান্ডের সেই জয়ই এখন গলার কাঁটা হলো বাংলাদেশের।
দক্ষিণ আফিকার বিপক্ষে পাওয়া জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন নেদারল্যান্ড। বাংলাদেশেরও চার পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের চারে নেদারল্যান্ড। আর তাই পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ড।
চলমান বিশ্বকাপে সুপার টুয়েলভের দুই গ্রুপের শীর্ষ চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। আর বাকী দলগুলোকে খেলতে হবে বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইয়ের নতুন এই পদ্ধতি ৩১ মে এক বিবৃতিতে জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।