আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে মন্তব্য করে দুদু বলেন, আমরা আমাদের শাসনামলে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছি। ভবিষ্যতে ক্ষমতায় এলেও সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে চাই না।
সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ অনেকে।