বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আরও একটি নকল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২৫ ডিসেম্বর) রাতে পুঠিয়ার বালিয়াঘাটি গ্রামের এক বাড়িতে গড়ে তোলা এই নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।
এসময় নকল প্রসাধনী তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিককে। গ্রেফয়তার ব্যক্তির নাম মমিনুল ইসলাম (২৯)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তিনি। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানাটিতে লতা হারবালসহ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি করা হতো। খবর পেয়ে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে কারখানা থেকে প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন ধরনের রাসায়নিক, বিপুল পরিমাণ ক্রীম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকারক উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এসময় মালিক মমিনুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান- দীর্ঘদিন ধরেই নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে আসছিলেন তিনি। এসব নকল প্রসাধনী দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হতো। এভাবে তিনি ক্রেতাদের প্রতারিত করছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান মেলে। পুলিশ এসব কারখানায় অভিযানও চালায়। কিন্তু তারপরেও উৎপাদন বন্ধ হয় না।