দাউদকান্দি (কুমিল্লা) পতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজী ব্যপক গণসংযোগ করে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানে আলী মিয়াজীর আনারসের ব্যাপক সাড়া মিলছে।
সবার মুখে মুখে আনারস আনারস প্রতিধ্বনিত হচ্ছে। প্রচারণা শুরুর পর থেকেই নানান প্রতিকূলতায় পরতে হয় আনারস প্রতীকের প্রার্থী আলী আহমেদ মিয়াজীকে তারপরও ক্লিন ইমেজের সৎ ধামির্ক ব্যাক্তত্ব হিসেবে আলী মিয়াজীর আনারসের গণজোয়ার উঠেছে।
গের ১৭ ডিসেম্বর শনিবার অত্র ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় সংযোগ কালে আনারস প্রতিকের সমর্থকদেরকে বাধা দেয়ার অভিযোগ উঠে। এসময় তাদের বাধা মোকাবিলা করতে গিয়ে আনারস প্রতীকের একাধিক সমর্থক আহত হয়। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন আলী আহমেদ মিয়াজী। অভিযোগ পেয়ে নড়ে চরে বসে প্রশাসন। এর দুদিন পর মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে, নির্বাচনি আচরণবিধি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অতিরিক্ত পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কঠোর হুঁশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন।
রবিবার তিন ইউনিয়নের মোবারকপুর, লক্ষীপুর ও ইলিয়টগঞ্জ বাজারে কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আহমেদ মিয়াজী। জনসংযোগকালে আলী আহম্মেদ মিয়াজী সকল সন্মানিত ভোটারকে ২৯ডিসেম্বর নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে জলযুক্ত করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ চান।