বগুড়া জেলা পতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের কালিকাতলা ব্রীজ পেট্রল পাম্পের অপর পার্শ্বে শ্যামলী পরিবহনের একটি বাস বিশ্বরোডের একটি চলন্ত অটোভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে আসার সময় মাছুদ রানা নামের একজন যুবক মোটর সাইকেল নিয়ে ধাওয়া দিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার নামক স্থানে শ্যামলী পরিবহনের গাড়িটি আটকিয়ে দিয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিন ঘটিকার সময় ছোনকা বাজারে এসে জনগনের সহায়তায় শ্যামলী পরিবহনের গাড়িটি আটকাতে সক্ষম হয়।
যুবক মাছুদ রানা জানান, তিনি বিশ্বরোডের পার্শ্বে বসে ছিলেন, তখন বাসটি একটি অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানের যাত্রীগণ সহ খাদে পড়ে যায়। তখন বাসটির পিছনে ধাওয়া দিয়ে ছোনকা বাজারে এসে আটকাতে সক্ষম হন।
গাড়ির ড্রাইভার সাইফুল ইসলাম জানান, আমার গাড়ির সাথে অটোভ্যানটির কোনো ধাক্কা লাগেনি, এমনিতেই পড়ে গিয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরিফুজ্জামান মৃদুল উভয়ের বক্তব্য শুনে শ্যামলী পরিবহনের গাড়ির কাগজপত্র রেখে দেন এবং আগামী শুক্রবারে অটোভ্যান ও যাত্রীদের ক্ষতির পরিমান জেনে মিমাংসা করবেন বলে জানিয়েছেন।
পরে শ্যামলী পরিবহনের বাসটি আবার বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।