মামুনুর রশীদ, কুমিল্লা : শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দেবীদ্বার শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেছে।
বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্থদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ’র শাখা ব্যবস্থাপক মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা মো. জিহাদ মজুমদারের সঞ্চালনায় অতিথি ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, নতুন বাজার কমিটির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম সরকার, প্রভাষক যাদব দেবনাথ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, বিশিষ্ট ব্যবসায়ি সুমন ধর, ব্যাংক কর্মকর্তা মো. শাহিনূর, মো. শরিফ হোসেন, তোফাজ্জল হোসেন প্রমূখ।
কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র শীতার্থ রিক্সাচালক মোহর আলী বলেন, যথাসময়ে শীত নিবারনে কম্বল পেয়ে আমরা খুবই আনন্দিত