বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরে দিন দুপুরে নির্মানাধীন রাস্তার কাজ দেখভাল করে কর্মস্হলে ফেরার পথে অজ্ঞাত মুখোশ ধারী তিন সন্ত্রাসী যুবকের হাতে হামলাও মারপিটের শিকার হয়েছেন মাহমুদুল হাসান নামে এক প্রকৌশলী ।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার শিকার প্রকৌশলী বগুড়ার শেরপুর উপজেলা এলজিইডির দপ্তরে উপ-সহকারীর প্রকৌশলীর পদে কর্মরত রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার এলাকায়ব
জানাযায়, একটি কাজের তদারকি শেষে ১৬ জানুয়ারী সোমবার দুপুর ১ টার দিকে মোটরসাইকেল যোগে শেরপুরে আসার পথে খামারকান্দি ইউনিয়নের বিলনোথার
নামক স্হানে এপ্রকৌশলীর উপর আচমকা ভাবে পথরোধ করে এই হামলা ও বেধড়ক মাপিট করা হয়। এহামলায় টুপিপরিহিত
অজ্ঞাত তিন যুবক এই হামলা চালায় বলে তথ্যসুত্রে জান গেছে। আহত প্রকৌশলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা সিএনজি যোগে পালিয়ে যায়। পরে
আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় শেরপুর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী এলজিইডি’র উপ-সহকারী
প্রকৌশলী মো: মাহমুদুল হাসান। আহত এ প্রকৌশলীর আশঙ্কা, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁঝর
চেঙ্গামারী খালের উপর নির্মানাধীন ব্রিজের কাজ তত্ত্বাবধায়নকে কেন্দ্র করে এই হামলা করা
হয়েছে আর এঘটনার পিছনে অভিযোগের তীর ছোঁড়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরোদ্ধে। তবেএই হামলার ঘটনা সংশ্লিষ্ট ঐ ঠিকাদার প্রতিষ্ঠান অস্বীকার করেছেন।
সুত্রজানায়,খামারকান্দি ইউনিয়নের ঝাঁঝর চেঙ্গামারী খালের উপর ৬০ মিটার ব্রিজের ৬ কোটি
৮৮ লাখ ৪২ হাজার ৫৮ টাকার কাজ চলমান রয়েছে। বগুড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মাসুমা এন্টার
প্রাইজের ব্যনারে কাজটি চলছে। নির্মানাধীন এই কাজের গুনগত মান খারাপ থাকায় গত ৮-১০
দিন আগে কাজটি বন্ধ রাখা হয় এবং এ বিষয়ে সাইড ম্যানেজার ইবনে সিনার সাথে
বাকবিতন্ডা হয় উপ-সহকারী প্রকৌশলী মো: মাহমুদুল হাসানের। পরবর্তীতে কাজ চলমান
থাকায় ১৬ জানুয়ারী উপজেলা প্রকৌশলী সহ পুণরায় কাজ তদারকি করে ফেরার পথে এই হামলা
চালানো হয়েছে। এই সেতু নির্মান কাজ দেখাশোনা করছেন বগুড়ার খোবাইভ শেখ।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে গনমাধ্যমকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাইর
রহমান খোন্দকার জানিয়েছন, অজ্ঞাত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনাতে তৎপরতা চলছে।