বঙ্গনিউজবিডি ডেস্ক : যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের বিরুদ্ধে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত এই আদেশ দেন।
এদিন ডা. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।
জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর আরেক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।