মামুনুর রশীদ, প্রতিনিধি :কুমিল্লার দেবীদ্বারে ৫ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারী সংগঠন। বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর গ্রামে ‘বন্ধু উন্নয়ন সংস্থার’ প্রধান কার্যালয়ে শীতার্তদের মাঝে ওই সামগ্রী বিতরণ করা হয়।
বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম,এ ওয়াদুদ এর সভাপতিত্বে এবং জামাল হোসেন’র সঞ্চালনায় কম্বল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মর্ন ষ্টিল ষ্ট্রাকচার লিমিটেড’র চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জেলা পরিষদ সদস্য মো. বাবুল হোসেন রাজু, অধ্যক্ষ আব্দুস সাত্তার, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমীন প্রমূখ।
স্বাগত বক্তব্যে বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম,এ ওয়াদুদ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমরা অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল ও শীতবস্ত্রই নয়, দরিদ্র মেধাবী ও শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষার উপকরণ, কর্মহীনদের কর্মসংস্থান, ভ‚মিহীনদের আবাসন, অভাবগ্রস্থদের মাঝে খাদ্য, ঔষধ, চিকিৎসা, দায়গ্রস্থ পিতার কণ্যাদানে সহায়তা, ঈদ-পার্বণে উপহার সামগ্রী, কোরবানী দিতে অক্ষমদের মাঝে মাংস বিতরন করে আসছি। সব চেয়ে উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে দৃষ্টিহীনদের অপারেশনের মাধ্যমে আলোর পথ দেখানো। আমাদের এসব কার্যক্রম দেশের অধিকাংশ জেলা ও উপজেলায় রয়েছে। এ পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সদস্য সহ সারা দেশে বিগত ২০ বছরে প্রায় ১০ হাজার চক্ষু রোগির সেবা দেয়া হয়েছে।