বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট পর্ব শেষে বিপিএলের ঢাকা পর্ব ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ শেষ করেই ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। ওমরাহ হজ শেষ করে সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন তারকা এই ক্রিকেটার।
সাকিবের দল ফরচুন বরিশাল ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে। তবে এখনও গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে বরিশালের। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের জার্সিতে মাঠে নামবেন সাকিব।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।