বঙ্গনিউজবিডি প্রতিবেদক : দেশের পাঁচটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটির অনুমোদন বাতিল করা হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারী জাতীয় সংসদে একটি প্রশ্নোত্তরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য প্রদান করেন। যে পাঁচটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে সেগুলো হলো (১) নাইটিংগেল মেডিক্যাল কলেজ, (২) নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, (৩) নর্দার্ণ প্রাইভেট মেডিক্যাল কলেজ, (৪) আইচি মেডিক্যাল কলেজ, এবং (৫) শাহ মখদুম মেডিক্যাল কলেজ। আর কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। উল্লেখ্য দেশে বর্তমানে ৭৬ টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।
এতদ বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ রশীদ-ই-মাহবুব বলেন, এই ৬ টি বেসরকারি মেডিক্যাল কলেজের বিষয়ে সিদ্ধান্ত আগেই হয়েছে। শুধু এই ৬ টি কেন, দেশে আরো অনেক বেসরকারি মেডিক্যাল কলেজ আছে যেগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয় না। এসব মেডিক্যাল কলেজে প্রয়োজনীয় জনশক্তি নেই, নেই লজিস্টিক সাপোর্ট এবং নেই কোন অবকাঠামোগত যথেষ্ট সুযোগসুবিধা।
ওয়ার্ল্ড ফেডারেশন অব মেডিক্যাল এডুকেশনের সাবেক সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোজাহেরুল হক বলেন, বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে এত মেডিক্যাল কলেজের প্রয়োজন নেই। যে কয়টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে সেগুলোই যথেষ্ট। তিনি আরো বলেন, বাংলাদেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোতেও শিক্ষক স্বল্পতা রয়েছে।