বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএল ফাইনালের ঠিক আগের দিন বুধবার ট্রফি ঘুরানো হলো মেট্রোরেলে। ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের হাতে চড়ে মেট্রোরেলে ঘুরে বেরিয়েছে বিপিএল ট্রফি।
সিলেটের হয়ে ট্রফির সঙ্গে ঘুরলেন সিলেটের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত থাকতে পারেননি।
দিয়াবাড়ি ডিপোতে কুমিল্লার অধিনায়ক ইমরুল ও সিলেটের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম ট্রফি নিয়ে ফটোশুট করেন। প্রথমে স্টেশনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পরবর্তীতে ট্রফি নিয়ে ছবি তুলেছেন রেলের ভেতরেও।
ইমরুল কায়েস ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন- ‘নতুন অভিজ্ঞতা।’