বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মাহাসড়কে দ্রুতগতির দশ চাকার পাথর বোঝাই ট্রাক চাপায় ৩জন গুরুতর আহত হছেয়ে ।বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন সুঘাট গ্রামের হাফিজুর রহমানের পুত্র জান্নাতুল ফেরদৌস হৃদয় (২৬), ছোনকা গ্রামের ছোহরাব উদ্দিন ফকিরের পুত্র বরহান উদ্দিন (৩০), ও হলদিবাড়ী গ্রামের শাহীন (৩৩)। এদের মধ্যে জান্নাতুল ফেরদৌস হৃদয়ের বাম পায়ের হাটু ছিড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা যায়, মির্জাপুর আলাল গ্রুপের প্রতিষ্ঠান বগুড়া মাল্টি ওয়েল মিলে বগুড়া মাল্টি ওয়েল মিলে তারা চাকুরী করেন। বাড়ি থেকে বুধবার সকাল ৭টার দিকে মটরসাইকেল যোগে মির্জাপুর আলাল গ্রুপের প্রতিষ্ঠান বগুড়া মাল্টি ওয়েল মিলে বগুড়া মাল্টি ওয়েল মিলে আসছিল। এ সময় তারা ছোনকা বাজার এলাকায় পৌছালে সিমেন্ট বোঝায় বগুড়াগামী দ্রুত গতির ট্রাক (ঢাকা মে-ট-২২-১৯৯৬) নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে হৃদয় ছিটকে পরে যায়। পরে ট্রাক চালক নিজেকে বাচাতে ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হৃদয়ের বাম পায়ের ওপর দিয়ে নিয়ে যায়। এতে তার বাম পায়ের হাটু বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং জান্নাতুল ফেরদৌস হৃদয়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা খবর পেয়ে ট্রাকটি আটক করে।
শেরপুর হাইওয়ে পলিশের এসআই বাবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে ট্রাক হেফাজতে নেয়।