রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া। তিনি জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা গতকাল শনিবার সন্ধ্যায় শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শুভগাছা গ্রামের বাজার এলাকা থেকে ওই রাতে সাড়ে নয়টায় দিকে ধর্ষক সোহাগকে গ্রেপ্তার করে। সোহাগের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। সে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে বসবাস করে মাটি কাটার ড্রেজার মেশিনে কাজ করেন।
পুলিশের এই কর্মকর্তা আরোও বলেন, এই মামলায় গ্রেপ্তার সোহাগকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একই এলাকায় থাকার কারণে সোহাগের সঙ্গে সপ্তম শ্রেণিপড়–য়া ওই ছাত্রীর পরিবারের পরিচয় হয়। এ কারণে সোহাগ প্রায়ই বাড়িতে আসা-যাওয়া করতেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় ওই ছাত্রী শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় বাড়ির আঙিনায় ওত পেতে থাকা সোহাগ তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাড়ীর পাশের একটি ফসলি খেতে ধর্ষণ করেন। বাড়ির লোকজন মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় সোহাগ টের পেয়ে ওই ছাত্রীকে গ্রামের সড়কের ওপর রেখে সটকে পড়েন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর থানায় গতকাল সন্ধ্যায় থানায় দেওয়া লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। এরপরই অভিযান চালিয়ে উপজেলা শুভগাছা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।