বঙ্গনিউজবিডি ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
ব্যক্তিগত ৭ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন টাইগার ওপেনার লিটন দাস। যদিও তিনি ১৩ বলে করেন মাত্র ১ রান! ১৪ নম্বর বল সজোরে হাঁকিয়ে ওভার বাউন্ডারি মারেন লিটন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। পরে বলেই ক্রিস উকসের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন লিটন দাস। রিভিউ নিয়েও ফলাফল পাল্টাতে ব্যর্থ হন টাইগার এ ওপেনার। ফিরতে হলো ১৫ বলে ব্যক্তিগত ৭ রান করেই।
বাংলাদেশের সাথে ২১ বারের দেখায় ইংল্যান্ডের জয় ১৭, বাংলাদেশ জিতেছে মাত্র ৪টিতে। এরমধ্যে দুইটি ঘরের মাঠে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে ২০১০ সালের পর। শেষটা মিরপুরে। সিরিজ হারলেও ২০১৬-এর সেই জয় এবারের আত্মবিশ্বাস।