বঙ্গনিউজবিডি রিপোর্ট : কৃষিতে AI প্রযুক্তি উদ্ভাবনের ফলে সাফলতা পেয়েছেন মদিনা টেক লিমিটেড । কৃষক-কৃষানীরা “ডা.চাষী” অ্যাপ ব্যবহার করে একদিকে যেমন সময় ও শ্রমের অপচয় রোধ হচ্ছে অন্যদিকে সাশ্রয় হচ্ছে অর্থের। বাড়ছে ফসল উৎপাদন। রক্ষা পাচ্ছে স্বাস্থ্য ও কৃষি পরিবেশ। জলবায়ু পরিবর্তনের কারনে অনাকাংখিত রোগ এবং পোকা-মাকড় এর আক্রমনের হাত থেকে ফসল রক্ষা করতে সহায়তা করছে ” “ডা.চাষী” অ্যাপ।
আপনার মাঠ ফসলে এবং ছাদ বাগানে রোগ এবং পোকামাকড় নিয়ে ভাবছেন ? আজই আপনার মোবাইলে “ডা.চাষী” অ্যাপ ডাউনলোড করুন এবং ফসলের আক্রান্ত স্থানের ছবি তুলুন, তা হলেই “ডা.চাষী” মোবাইল অ্যাপ বলে দিবে আপনার ফসলের সমস্যা ও সমাধান।