বুধবার(২৯ মার্চ) দুপুর ১২ ঘটিকায় সম্পা পরিবহনের একটি যাত্রীবাহি বাস বগুড়া থেকে শেরপুর আসার সময় একযাত্রী ৩বস্তা রসুন তুললেন ও ইঞ্জিন কভারে ঠাসাঠাসি করে মহিলাসহ ৫জন যাত্রী উঠালেন এবং দাঁড়িয়ে তুললেন ২জন। রাস্তায় বনানী থেকে ১০মাইল পর্যন্ত লোক উঠানো নিষেধ থাকলেও বিব্লকে একজন যাত্রী নামানো হয় এবং ৯মাইলে একজন যাত্রী নামানো হয়। বাসের হেলপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, সকালে বাস নিয়ে গেছি অধিকাংশ ফাঁকা সিট নিয়ে তাই আসার সময় একটু বেশি যাত্রী হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ইঞ্জিন কভারে ৫জন যাত্রী তুলা মানে এক প্রকার নির্যাতন করা। তাছাড়া গাড়ীর গলির ভিতরে ৩বস্তা রসুন তোলায় যাত্রীদের খুব কষ্ট করে গাড়ি থেকে বেড় হতে হচ্ছে। মালিক সমতির এ দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আরিফুর রহমান মিলন জানান, ইঞ্জিন কভারে ৫জন এবং দাঁড়িয়ে ২জন লোক নেওয়ার নির্দেশ আছে কিন্তু গলির ভিতর রসুনের বস্তা নেওয়ার বিধান নাই। তবে যাত্রীর সাথে সম্পর্কের খাতিরে অনেকেই এসব অনিয়ম করে থাকে। তবে রমজান মাসের পরে এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।