বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮১)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ পুত্র ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
শোক বার্তায় তিনি বলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মানবিক চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু নিজেকেই দেশের সেবায় নিয়োজিত করেননি, উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক থেকে শুরু করে
দেশের জন্য কাজ করা বিভিন্ন মতাদর্শের মানুষকে।
সাদ এরশাদ এমপি আরও বলেন, আমার পিতা প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রাষ্ট্র পরিচালনার সময় জাতীয় ওষুধ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাতির এই কৃতি সন্তান।
বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপনকারী মহৎপ্রাণ ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের সকল প্রজন্মের কাছে চিরদিন শ্রদ্ধা এবং সম্মানের প্রতিক হয়ে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাদ এরশাদ।