এবার নৌকায় ভোট দিব না। যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে যিনিই নৌকা প্রতীক পাবেন ভোটের বাক্স পরিস্কার খালি যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে এমন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তাদের বক্তব্যে এসব মন্তব্য করেন।
২৪ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বিআরটিসির মোড় এলাকায় হোমান-মেঘনা সংসদীয় আসন সীমানা পুননির্ধারণ নিয়ে উপজেলার লুটেরচরে এক জনসমাবেশে বক্তৃতা কালে তারা এসব কথা বলেন।
উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বক্তব্যটি আমি শুনিনি তাই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।
এবিষয়ে সাইফুল্লাহ মিয়া রতন শিকদারকে মুঠোফোনে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।