বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাতপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারও এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি প্রধান তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার গাড়ির সঙ্গে দলটির অনেক নেতাকর্মী ছিল। বিকেল ৩টার দিকে বাসা থেকে খালেদা জিয়ার বের হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর বের হন তিনি।