বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় সংবাদ পেয়ে বরিশাল নদী ফায়ার স্টেশনের ‘অগ্নিঘাতক’ ইউনিট উদ্ধারকাজ করছে। আরও ২টি ইউনিট স্ট্যান্ডবাই আছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, তিন দিন আগে জ্বালানি তেল নিয়ে এমটি ইবাদি-১ নামে তেলের ট্যাঙ্কারটি বরিশালে পৌঁছে কীর্তনখোলা নদীতে নোঙর করে। আজ বিকেলে এখনকার মেঘনা ডিপোতে তেল খালাস করার কথা ছিল। বিকেল ৫টার দিকে ইঞ্জিন রুমে থাকা এয়ার কমপ্রেসার মেশিন চালু করার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এ সময় ইঞ্জিন রুমে থাকা ছয় জনের মধ্যে তিন জন বেরিয়ে এলেও দুজনের মৃত্যু ঘটে এবং একজন নিখোঁজ হন। নিহত দুজন হলেন চট্টগ্রামের বাবুল কান্তি দাস ও স্বাধীন হালদার।
ট্যাঙ্কারটি বর্তমানে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে রয়েছে। ট্যাঙ্কারে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে