বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) ইমরান খানকে অবিলম্বের মুক্তির নির্দেশ দিয়েছে।
আল–কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
বৃহস্পতিবার আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেন।
পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল প্রশ্ন রাখেন, আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেফতার করা যায়। অবিলম্বে তিনি ইমরান খানকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।