দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মঞ্চে বসে থাকা অবস্থায় মাঠ খালি করে ২/৩ হাজার নেতা কর্মীদের নিয়ে বেরিয়ে গেলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ। সোমবার বিকালে তিতাস উপজেলা পরিষদের মাঠে এঘটনা ঘটে। শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে বিকাল তিনটায় দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ শুরু হয়। এতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মরুহুল আমিন,সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টারসহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ ও তিতাস উপজেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত হয়। এ সময় শান্তির সমাবেশে কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে আসা কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ কে অবমূল্যায়ন করায় বিকেল পাঁচটা নাগাদ কেন্দ্রীয় নেতা মঞ্চে বসে থাকা অবস্থায় তাহার কর্মী ও সমর্থকদের নিয়ে মাঠ খালি করে বেরিয়ে যান পলাশ। পরে গণমাধ্যমে তিনি জানান শান্তি সমাবেশে ত্যাগীদের মূল্যায়ন না করে হাইব্রিডদের মূল্যায়ন করা হচ্ছে। আর এই কারণেই তিনি শান্তি সমাবেশ থেকে বেরিয়ে যান।