বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহার দিনে বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখানে সূরা ফাতিহাসহ দোয়া পাঠ করা হবে।
উল্লেখ্য, আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।