বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জাতীয় সংসদ এর বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক মুক্তির ও নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে হবে। কেননা তাঁর শাসনামল ছিল একটি সোনালী অধ্যায়।
তিনি আজ সকালে জাপা’র গুলশানস্হ কার্যালয়ে কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি কতৃক আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। গোলাম মসীহ্ তাঁর বক্তব্যে আরও বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক আদর্শকে সঠিক ভাবে তুলে ধরতে পারলে নতুন প্রজন্ম জাতীয় পার্টির দিকে ধাবিত হবে।
গোলাম মসীহ্ বলেন আমাদের নেতা এরশাদের রাজনৈতিক দর্শন যতবেশী সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে ততবেশী দলের বিস্তৃতি ঘটবে। দল প্রসারিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা ইতিবাচক সাড়া পাবো। তিনি আরও বলেন, পল্লীবন্ধু এরশাদই রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি, মসজিদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ করেছিলেন। পল্লীবন্ধু এরশাদ ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে চিরভাস্বর হয়ে থাকবেন। অন্যান্য ধর্মাবলম্বীদের কল্যাণের জন্যেও তিনি
(এরশাদ) হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মকল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছিলেন। যতোদিন যাবে পল্লীবন্ধু এরশাদের সু-শাসনের বছরগুলো ইতিহাসে সমৃদ্ধ হবে।
আগামী ১৪ জুলাই ২০২৩ পল্লীবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আয়োজিত এই সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা-এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক এমপি- ইঞ্জি: মামুনুর রশিদ, ক্বারী হাবিবুল্লাহ্ বেলালী, খন্দকার মনিরুজ্জামান টিটু, সম্মেলন প্রস্তুতি কমিটি এর সদস্য আজিজ চৌধুরী, জহির উদ্দিন জহির,দয়াল কুমার বড়ূয়া, মির্জা ইকবাল কবির, কবি ইউনুস ফার্সী, মুহাম্মদ কামাল হোসেন, শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, মোঃ জামাল রানা, মোহাম্মদ ইস্রাফিল মিয়া, ক্যাপ্টেন (অব:) জাকারিয়া, আবদুল কাদের জুয়েল, জাতীয় মহিলা পার্টির নেত্রী শারমিন পারভিন লিজা, হাসনা হেনা, মনোয়ারা তাহের মানু ও ছাত্রনেতা-আবু সাঈদ লিয়ন।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৪ জুলাই শুক্রবার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ও একই দিনে বাদ জুমা সারাদেশের মসজিদে পল্লীবন্ধু এরশাদের জন্য দোয়া কামনা করা হবে। এছাড়াও পল্লীবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।