1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরীর ওরশ শরীফ সম্পন্ন বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যমুনা রেল সেতুর শুভ উদ্বোধন: রেল যোগাযোগে নতুন যুগের সূচনা রাজধানীর মিরপুরে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শাড়ী ও লুঙ্গি বিতরণ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন : ড. খন্দকার মোশারফ হোসেন “বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভুমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্দোগে “ইফতার দোয়া মাহফিল  মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি আব্দুল গফুর মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,তাজাগুলি উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ২০০০ মানুষের গণ ইফতার প্রতিদিন শরিক হতে পারেন যে কেউ

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে কী কথা হয়েছে, জানাল জামায়াত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বৈঠক হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশান-২ ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমাদের চারজনের প্রতিনিধিদলের সঙ্গে তাদের (ইইউ প্রতিনিধিদল) মিটিং হয়েছে। এই মিটিংয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান, স্বচ্ছ-গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, লেভেল প্লেয়িং ফিল্ড ইত্যাদি কীভাবে নির্বাচনের সময় নিশ্চিত করা যায়, এ ব্যাপারে আমাদের ভেতরে মতবিনিময় হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, ২০১৪ ও ২০১৮ সালের বর্তমান সরকারের অধীনে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে। এটা পুরো জাতি এবং বিশ্ববাসীর কাছে পরিষ্কার ছিল যে, এটা কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল এবং একটি নজিরবিহীন প্রতারণার নির্বাচন ছিল।’

জায়ামাতের শীর্ষ এই নেতা বলেন, ‘আপনারা জানেন, ২০১৪ সালে নির্বাচনের আগেই ১৫৪ জন প্রার্থী নির্বাচনের দিনের পূর্বেই নির্বাচিত হিসেবে ঘোষিত হয়েছিল। একটি জাতীয় সরকার গঠনের যে নির্বাচন, সেখানে যদি নির্বাচনের আগেই মেজরিটি নির্বাচিত হয়ে যায়, সেটাকে নির্বাচন বলা যায় না। এ জন্য নতুন শব্দ আবিষ্কার করতে হবে। ২০১৮ সালে আমরা সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই নির্বাচনের পূর্বেই ডায়ালগ হয়েছিল, আজকের যিনি সরকারপ্রধান, বারবারই ওয়াদা করেছিলেন এবং বলেছিলেন, “আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যাহা বলি তাহা থেকে কখনো সরে যাই না। ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে।” কিন্তু আমরা দেখলাম, নির্বাচনটি আগের রাতেই হয়ে গেছে। এটাও পৃথিবীর ইতিহাসে বোধহয় নতুন সংযোজন।’

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে প্রমাণিত হয়েছে, এই সরকার এবং প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সেই আলোকেই আমরা বলেছি, আগামী যে নির্বাচন হবে, বাংলাদেশের ডেমোক্রেসির জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হলেই আগামী দিনে বাংলাদেশ বাঁচার সম্ভাবনা আছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় সরকার—যে নামেই হোক না কেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর বাইরে বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধীনে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘তারা (ইইউ) জানতে চেয়েছিল আমাদের অবজারভার পাঠানোকে কীভাবে দেখেন। আমরা বলেছি, বাংলাদেশের নির্বাচনে যেকোনো অবজারভার হলে আমরা স্বাগত জানাই, যদি সেটা নির্বাচন হয়। আর সেটা যদি নির্বাচনের নামে প্রহসন হয়, তাহলে অবজারভার পাঠানো অর্থহীন। সেক্ষেত্রে আপনারা অবৈধ একটি নির্বাচন দেখতে আসবেন—এতে আপনারা সম্মানবোধ করবেন কি না, এটা আপনাদের বিবেচনার বিষয়। সুতারং যদি ফেয়ার নির্বাচন হয়, নির্দলীয় সরকারের অধীনে হয়, তাহলে আপনারা অবজারভার পাঠালে স্বাগত জানাব। তাছাড়া একটা বাজে নির্বাচনে এসে আপনারা কিছুটা বৈধতা দেবেন, সেটা সমীচীন হবে না।’

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরও ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com