বঙ্গনিউজবিডি ডেস্ক: দুপুর ২টায় মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকালেই পরিপূর্ণ হয়ে গেছে খুলনার তারুণ্যের সমাবেশস্থল। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ নগরীর সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। রাত পোহানোর আগেই একের পর এক মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ক্ষমতাসীন দলের নেতারা রবিবার কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি তারা সোমবারও বাস চলাচল বন্ধ রেখেছে। তবে এসব বাঁধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। আজকের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।