বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। অনেকটা প্রত্যাশিতভাবেই ক্রিকেটের ছোট সংস্করণের এই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করলো আইরিশরা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এডিনবার্গে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে জার্মানির বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়।
জার্মানির সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাছাইপর্বে শীর্ষে অবস্থান করছে আইরিশরা। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট নয়। আগামী শুক্রবার স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে আয়ারল্যান্ড।
বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, এটা সত্য, আজকে মাঠ থেকেই আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা খুশি যে, আগামী বছরের বিশ্বকাপ খেলার প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা স্কটল্যান্ডে এসেছি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আর যেভাবে আমরা খেলতে চেয়েছি, আমার মনে হয় আমরা সেটা মাঠে প্রয়োগ করতে পেরেছি।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০ দলের এই আসরে আগেই ১২টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। যার মধ্যে আছে দুই স্বাগতিক দল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আটটি দল এবং র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা পায় বাংলাদেশ ও আফগানিস্তান।
বাকি আটটি দল চূড়ান্ত হবে পাঁচটি আঞ্চলিক বাছাই থেকে। যেখানে ইউরোপের জন্য বরাদ্দ দুটি জায়গা। ২৮ দল নিয়ে শুরু হওয়া ইউরোপীয় বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলছে ৭টি দল। একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হওয়ার এই পর্বে প্রথম চার ম্যাচ জিতে আট পয়েন্ট তুলে নিয়েছিল আয়ারল্যান্ড।