বঙ্গনিউজবিডি, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে। এসময় গাড়িতে থাকা ১২ জন যাত্রীসহ দোকানে ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা মালিকের মা ও ছেলে আহত হয়েছে।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে। ঘটনাটি উপজেলার নতুন বাজার নামক স্থানে। বাস মালিক সমিতির প্রধান ষ্টাটার নিরাপদ অধিকারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো চ-৮৬৩৫ বাস ৩২ জন যাত্রী নিয়ে কয়রা থেকে বরিশাল (রিজার্ভ) এর উদ্দেশ্যে যাচ্ছিল। পতিমধ্য গদাইপুর ইউনিয়নে নতুন বাজারে ঝুঁকিপূর্ণ বাঁক পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তন্ময় সুইট নামে দোকানে ঢুকে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্য ১২ জন ও দোকান মালিকের মা ও ছেলে গুরুতর আহত হয়। চালক ও হেলপার পালিয়ে যায়। দোকান মালিক কনেক অধিকারী জানান, তার দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয় বাস মালিক কর্তৃপক্ষ ও দোকান মালিকের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
খুলনা জেলা বাস মালিক সমিতির পাইকগাছা লাইন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফি জানান, ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছি। অনুৃরূপভাবে গত ১৯ এপ্রিল একই ঝুঁকিপূর্ণ বাঁকে ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ ডেয়ারীর সাটার ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে। ঐ সময় ট্রলির চালক সোলাইমান সরদার জানান, বাঁকে একটি ট্রাক চলে আসায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।