বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে নিখোঁজদের উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। রোববার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৮ জনের মরদেহ। উদ্ধার এই মৃতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ বলে জানা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের ফিরে পেতে দুর্ঘটনাস্থলের কাছে অপেক্ষায় স্বজনরা।
উদ্ধার হওয়া মৃতরা হলেন- মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।
গত রাত ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। উদ্ধার কাজ শুরু হয় পৌনে এক ঘন্টা পর। তবে বৈরি আবহাওয়ার কারণে যা স্থগিত করা হয় রাত দুইটায়।
স্থানীয়রা জানান, শনিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪৬ জন যাত্রী নিয়ে এটি ট্রলার ডুবে যায়। জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৬ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।