বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয়ে ভক্ত-অনুসারীদের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম চালু করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেটিও বন্ধ হয়ে গেছে।
ফেসবুক-টুইটার-ইউটিউবে নিষিদ্ধ হয়ে ট্রাম্প গত মাসে Desk of Donald J Trump নামে একটি ওয়েবসাইট খুলেছিলেন। এতে তিনি তার মতামত প্রকাশ করতেন। ট্রাম্পের প্রতিনিধি জেসন মিলার জানিয়েছেন, এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ৬ জানুয়ারি জো বাইডেনের জয় সত্যয়নকে ঘিরে ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্পের সমর্থকরা। শুরু থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। তাণ্ডব চালানোর আগে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্য জ্বালাময়ী ভাষণ দেন ট্রাম্প। এরপরপরই তার সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালান। এতে ক্যাপিটল হিলে দেশটির জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলাবাহিনীর জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনার পর ট্রাম্পের ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
ওয়েবসাইট বন্ধ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরতে পারেন ট্রাম্প। তবে সেটা কীভাবে- তা স্পষ্ট করা হয়নি।