দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেছেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আসমা আক্তার । রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র্যালি শেষে সাধারণ জনগণের মাঝে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আসমা আক্তার বলেন, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে।
মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক জোহরা খাতুন,ভিডিপি কার্যালয়ের আনসার সদস্য ও এলাকার গণগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।