নাম প্রকাশে অনিচ্ছুক মাইঙ্গিয়ান শহরের একজন বাসিন্দা বলেন, ‘তারা (জান্তা সরকার) আমাদের পাখির মতো, মুরগির মতো করে মারছে। এমনকি আমাদের বাড়িতে এসে মেরে ফেলছে। তারপরেও আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘শনিবার (২৭ মার্চ) মিয়ানমারে হত্যাকাণ্ড দেখে ওয়াশিংটন ‘আতঙ্কিত’ হয়ে পড়েছে। এই হত্যাকাণ্ড, একদিনেই শতাধিক মানুষের মৃত্যু এটাই দেখায় যে, কিছু মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবনের বলি দেবে জান্তা সরকার। মিয়ানমারের সাহসী জনগণ সেনাবাহিনীর সন্ত্রাসবাদের রাজত্বকে প্রত্যাখ্যান করেছে।’
এদিকে, মিয়ানমারে গত ১ ফেব্রুয়িার সেনা অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষ বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষোভকারীদের ওপর সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র: বিবিসি