বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক রয়েছে, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশেই এ বিষয়ে আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের বাবার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, তিনি বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফম ফুয়াদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।