বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘উন্নয়ন ও গণতন্ত্রের চলমান ধারা ব্যাহত করতে চায় বিএনপি জামায়াত। দেশের জনগণের কাছে না গিয়ে বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরছে দলের নেতারা৷ ওনারা (বিএনপি-জামায়াত) বুঝে গেছে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না। নিশ্চিত পরাজয় জেনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি-জামায়াত।’
শুক্রবার (১৮ আগস্ট) কুমিল্লার দাউদকান্দিতে জুম্মার নামাজ আদায়কালে এবং বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগকালে এসব কথা বলেন ইঞ্জি. মো. আবদুস সবুর।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ‘ “নৌকা” উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় আনতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করবো৷’