বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে এই ঘটনা ঘটে। জরুরি বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, তেল শোধনাগারে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে জরুরি সেবা কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পোহাতে হচ্ছে।
তেহরানের প্রাদেশিক ক্রাইসিস ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, তরল গ্যাস পাইপলাইনে লিকেজের ফলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে বলেও কর্তৃপক্ষ জানায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আগুন লাগার পর ওই তেল শোধনাগারের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় যুব জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, তেল শোধনাগারের ১৮টি ট্যাঙ্কারে আগুন লাগে। বৃহস্পতিবার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শোধনাগারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামেদ আরমানফার বলেন, গতকালের তুলনায় আগুনের গতি কমেছে, মাত্র পাঁচ শতাংশ আগুন অবশিষ্ট আছে। এর আগে একইদিন ওমান উপসাগরে আগুন লেগে ইরানের বৃহৎ একটি জাহাজ ডুবে যায়। ২০ ঘণ্টার সর্বাত্মক চেষ্টার পর খার্ক নামে ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটিতে ইরানের কয়েকশ ক্রু সদস্য ছিলেন।