বঙ্গনিউজবিডি রিপোর্ট : জনপ্রিয় ইউটিউব অনুষ্ঠান সানবক্স ‘ক্যান্ডিড শো’ উপস্থাপনার দায়িত্ব পেলেন জনপ্রিয় অনুষ্ঠান এংকর তানিয়া আফরিন। দীর্ঘ আট বছর অনুষ্ঠান উপস্থাপিকা হিসেবে নিজের জন্যে শক্ত অবস্থান তৈরি করেছেন তানিয়া। অনুষ্ঠান সঞ্চালনা জগতে বেশ সাড়া ফেলেছেন তিনি। দর্শকদের মনে তাঁর সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজের জায়গা তৈরি করা তানিয়া দাপিয়ে বেড়াচ্ছেন পরিশ্রম আর মেধা দিয়ে।
টিভি স্ক্রিণে উপস্থাপনার জন্যে বেশ আলোচিত তিনি। সাহিত্য আর সংস্কৃতির সাথে যুক্ত থাকতে নিয়মিত বই পড়েন। সেই সাথে দেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে নেন প্রতিদিনই। ছোটবেলা থেকেই উপস্থাপনা ব্যাপারটা খুব টানতো তানিয়াকে। তা সে গুরুগম্ভীর আলোচনা হোক আর রম্য চটপটে কোন অনুষ্ঠান। নিয়ামানুবর্তিতা আর পেশাদারিত্ব বজায় রেখে কি করে এগিয়ে যেতে হয় সেটি তানিয়া খুব ভালো করেই জানেন। সংবাদ পাঠের পাশাপাশি বেসরকারি কয়েকটি জাতীয় চ্যানেলের অনুষ্ঠানে ভয়েস আর্টিস্ট হিসেবে খ্যাতি ইতোমধ্যেই রয়েছে তার ঝুলিতে। করেছেন সাংবাদিকতাও। তানিয়া বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
ব্যাক্তিগত জীবনে সর্বদা হাস্যজ্জল সাদা মনের মানুষ হিসেবে পরিচিত তানিয়া একজন ভালো মা, ভালো বন্ধু এবং পরোপকারী অনন্যা। এক সাক্ষাৎকারে তানিয়া জানান, উপস্থাপনা তার মনের খোরাক জোগায়। অন্তরের অন্তস্থল থেকে কাজটিকে সম্মান করেন। পেশাজীবনের পদচারনা সফল করতে আবৃত্তি শিখে তার চর্চাও করেন নিয়ম করে। সঠিক উচ্চারন আর নতুন শব্দ শিখতে আনন্দ পান। তানিয়া আফরিনের মতে, টেলিভিশন স্ক্রিনে অনুষ্ঠান সঞ্চালনা একটি গুরুদায়িত্ব। সেটি পালনে তোতা পাখির মতো অটোকিউ দেখে পড়ে দায় এড়াতে চান না তিনি। নিজের শব্দ ভান্ডার বাড়ানোর পাশাপাশি দেশে বিদেশের চলতি সময়ের আলোচিত ঘটনাগুলো জেনে নেয়া প্রতিটি উপস্থাপকের দায়িত্ব বলে মনে করেন তিনি।
প্রতিনিয়ত নতুন ও ভিন্ন ধারার অনুষ্ঠান উপস্থাপনা করে তানিয়া আফরিন তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার ( সাঁকো টেলিফিল্ম এওয়ার্ড, সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স এওয়ার্ড, ট্রাব এওয়ার্ড, দর্শক ফোরাম এওয়ার্ড, বন্ধন কালচার ফোরাম এওয়ার্ড ইত্যাদি)। ভালো কাজের মাধ্যমে আজীবন দর্শকমনে ভালোবাসা কুড়োনোই তানিয়া আফরিনের আকাঙ্খা।