1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ‘যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই’ দেশে ফিরেছেন কোকোর স্ত্রী শর্মিলা আফাজিয়া উচ্চ বিদ্যালয় (ম্যাকপার্শান ক্যাম্পাস) এর শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলা: ইফতার পার্টিতে হৃদয়ছোঁয়া মুহূর্ত ষোলশহর এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের ইফতার বিতরণ ৭ বছর পর পরিবারের সাথে ঈদ উদযাপন খালেদা জিয়ার রাঙামাটিতে ঈদের উপহার পেল ইমাম মুয়াজ্জিনরা বীরগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ডক্টর ইউনুস প্রসঙ্গে রেজা কিবরিয়ার হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস হলেন এই মাটির বিশ্ববরেণ্য সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তাঁর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া।

অক্সফোর্ড পড়ুয়া এ অর্থনীতিবিদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সারাবিশ্বে তুলে ধরছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন, দেশের জন্য খ্যাতি-সম্মান বয়ে আনেছেন। আর ওনাকে প্রতিনিয়ত অপমানিত করছে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। তা এভাবে চলতে পারে না, আমি ডক্টর রেজা কিবরিয়া ব্যক্তিগত ও দলীয়ভাবে তা মেনে নিতে পারি না। এবং আর তা মেনে নেয়া হবে না।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেজা কিবরিয়া এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীর বাংলাদেশ। এবং সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ব্যক্তি। তাই তারঁ উত্তরোত্তর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশি বিদেশি অনেক পরাশক্তিও তাঁর পেছনে ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট কিছু বামপন্থী পরাশক্তি রাষ্ট্রের রোষানলের শিকারও আজ ডক্টর ইউনুস। এসব ফ্যাসিস্ট, একনায়কতান্ত্রিক, স্বৈরাচার ও সাম্পপ্রদায়িক ভিনদেশি আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী ও আগ্রাসণবাদীরা চায় না ডক্টর ইউনুস বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধার, মানবিকতার ও জবাবদিহিমূলত বাংলাদেশ গড়ে তুলুক। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশের সমাজ-রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে অগ্রপথিক হোক।

অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আরও বলেন, ড. মুহাম্মদ ইউনুস হলেন এই জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। সরকার আদালতকে ব্যবহার করে তাঁর বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা বিষয়ে আনীত মিথ্যা অভিযোগের ব্যাপারে জাতি হিসেবে আমরা লজ্জিত, বিরক্ত এবং হতবাক। অথচ বর্তমান সরকারের চীন, রাশিয়া ও ভারতপন্থি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধসিয়ে দিয়েছে। আজ দেশের অর্থনীতি ভঙ্গুর।

বিবৃতিতে রেজা কিবরিয়া বলেন, কিছু দিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, সরকারের ছত্রছায়ায় এস আলম গ্রুপ দেশ থেকে ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বেক্সিমকো গ্রুপ বিশেষ বিবেচনায় ২২ হাজার কোটি টাকা ব্যাংক লোন নিয়ে দেশের অর্থনীতি ধ্বসিয়ে দেয়, অথচ এসবের বিরুদ্ধে কোনো তদন্ত নাই, বিচার নাই, দোষীদের গ্রেপ্তার নাই। আর এই সকল লুটপাটের সকল ব্যাপারেই দেশের আদালত অবগত আছে বলে আমরা দৃঢ়তার বিশ্বাস করি, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং সরকারের ইচ্ছায় আদালত কোনো ব্যবস্থা নেবেও না।

এরকম একজন বিখ্যাত সজ্জন ব্যক্তিকে হেনস্তা করা বন্ধ করুন, মামলাবাজি বন্ধ করুন, অন্যত্থায় গণঅধিকার পরিষদ দেশবাসীকে সাথে নিয়ে ডক্টর ইউনুসের সম্মান রক্ষায় দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন ডক্টর রেজা কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com