আসলাম ইকবালঃ
বাংলাদেশের প্রবীণ দুইজন চলচ্চিত্র ব্যক্তিত্ব ১৯ শে সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। প্রবীণ চলচ্চিত্র পরিচালক ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তি সৈয়দ সালাউদ্দিন জাকি ও চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক মর্ডান ফিল্মসের কর্ণধার মোশারফ হোসেন একই দিনে ইন্তেকাল করেছেন।। সৈয়দ সালাউদ্দিন জাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ভারতে যান। ভারতের ‘পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা শেষ করে দেশে এসে এফডিসিতে পরিচালক (উৎপাদন) পদে যোগদান করেন। এফডিসিতে চাকুরী কালিন সময়ে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মান করেছিলেন। পরবর্তীতে তিনি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক-এর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ কয়েক বছর ‘এসএ টেলিভিভিশনের’ সিইও পদে কর্মরত ছিলেন। অনেক দিন যাবত তিনি প্যারালাইসিস রোগে ভুগছিলেন এবং হুইল চেয়ারে বসে চলাফেরা করতেন। ধানমন্ডির এই কৃতি সন্তান সর্বশেষ চ্যানেল আইয়ের সাথে একটি ছবি পরিচালনা করছিলেন।
অনেক ব্যবসা সফল ছবির প্রযোজক ও পরিবেশক মর্ডান ফিল্মসের কর্ণধার মোশারফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিক্রমপুরের এই কৃতি সন্তান, তার প্রযোজিত ছবি গুলি হলোঃ বউ শাশুড়ীর যুদ্ধ, ফুলের মত বউ, টপ টেরর, লক্ষীর সংসার, খালাশ ও তুমি আমার মনের মানুষ, ইত্যাদি ছবি প্রযোজনা করে খ্যাতি অর্জন করেছিলেন। মোশারফ হোসেন অত্যান্ত মার্জিত ও সদালাপী এবং বন্ধু বৎসল ব্যক্তি ছিলেন। আল্লাহ তাদের বেহেশ্ত নসিব করুক। আমিন। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।