গতকাল শনিবার স্থল, আকাশ ও সমুদ্র থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রকেট ছোড়ার পাশাপাশি হামাসের যোদ্ধারা স্থল ও নৌপথে ইসরায়েলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হামাসের হামলায় ৩০০ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে ১৬০০ অধিক মানুষ।
হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের শক্ত অবস্থান এবং সশস্ত্র এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
হামলার পরপরই নেতানিয়াহু বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে আছে ইসরায়েল।” পূর্ণশক্তিতে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি গাজার বাসিন্দাদের সরে যেতে বলেন।
দিকে হামাসের রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে হাজারের অধিক।
হামাসের এমন হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে পাশে দাঁড়িয়েছে ইরান, ইরাক ও জর্ডান।