বঙ্গনিউজবিডি ডেস্ক : হামাসের হামলাকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল; বন্ধ করে দিয়েছে জীবন ধারণের প্রয়োজনীয় রসদের সরবরাহ।
বিদ্যুৎ ও জ্বালানির পাশাপাশি পানির সরবরাহও বন্ধ করে দিয়েছে দেশটি। অবস্থা এমন দাঁড়িয়েছে, জরুরি প্রয়োজনে মেটানোর জন্য পর্যাপ্ত পানিও পাচ্ছে না গাজাবাসী।
বিবিসি জানিয়েছে, খাওয়া, গোসল এবং অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য একজন মানুষের প্রতিদিন গড়ে ১০০ লিটার পানি দরকার হয়। কিন্তু গাজার বাসিন্দারা আগে থেকেই তার কম পেতেন। গত ৭ অক্টোবর নতুন করে সংঘাত শুরুর আগে জনপ্রতি তারা পেতেন গড়ে ৮৪ লিটার পানি। আর এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, সেখানে প্রতিদিন একজন ব্যক্তি পাচ্ছেন গড়ে মাত্র ৩ লিটার।
ফলে রান্না, ধোয়ামোছা কিংবা গোসল তো দূরের কথা, ফিলিস্তিনের একজন ব্যক্তি তার খাবার পানিটুকুও পুরোপুরি পাচ্ছে না।