বঙ্গনিউজবিডি ডেস্ক: বাবা মারা গেছেন। মা থেকেও নেই। একমাত্র ভাইকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখতেন পিংকি (১৯)। সেই ভাই রাব্বিও গতকাল সোমবার চিরদিনের জন্য চলে যায় তাকে ছেড়ে। কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ছোট ভাই রাব্বিকে (১৫) হারিয়ে এখন তিনি বাকরুদ্ধ।
জানা যায়, রাব্বি ও পিংকি ভৈরবের শ্রীনগর উত্তরপাড়া এলাকার মৃত মানিক মিয়ার সন্তান। রাব্বি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদাম বিক্রি করে সংসার চালাতো।
নিহত রাব্বির মামাতো ভাই সাদ্দাম বলেন, ‘রাব্বি ও তার বোন পিংকি ছাড়া তাদের পরিবারে কেউ ছিল না। তাদের বাবা মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। তারা নানার বাড়িতে থাকতো। অসহায় পিংকির পাশে সরকার ও স্থানীয় ব্যক্তিরা না দাঁড়ালে তার পথে বসা ছাড়া উপায় থাকবে না’।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ট্রেন দুর্ঘটনায় ভৈরববাসী মর্মাহত। আমার এলাকার রাব্বি নামে যে ছেলেটি নিহত হয়েছে, সে আমার খুব কাছের ছিল।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জেলা প্রসাশকের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা তার পরিবারের লোকজন পেয়েছে। ভবিষ্যতে তার পরিবারের জন্য আমরা সবাই সহযোগিতা করব।