দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার অংশ হিসেবে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বুধবার সকালে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
এসময় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলায় সরিষা ৮শ জন, মসুর ১০ জন ও খেসারি ডাল ১০ জন মোট ৮শত ২০জনকে বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ।