বঙ্গনিউজবিডি ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার খাইছড়া চা বাগানে সড়কের উপর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাপটি খাইছড়া চা বাগানের সড়কে দেখতে পেয়ে স্থানীয় লোকজন মুঠোফোনে তাদের খবর দেন। পরে রাতেই তারা ওই বাগানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। তিনি আরো জানান, সাপটি প্রায় ১২ ফুট লম্বা। ওজন ৯ কেজি। বন বিভাগের সাথে কথা বলে সাপটিকে লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।